ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এম.জিয়াবুল হক, চকরিয়া :: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৪ জুলাই চকরিয়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসুচি উদ্বোধন করেছেন প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ এর সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ।

পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে এমপি জাফর আলম বলেছেন, চকরিয়া-পেকুয়া উপজেলায় রয়েছে অমিত সম্ভাবনার মৎস্য ভান্ডার। হাজার হাজার একর আয়তনের এই মৎস্য ভান্ডারে উৎপাদিত মাছ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী হচ্ছে। তাঁর মাধ্যমে স্থানীয় প্রান্তিক চাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। পাশাপাশি মানুষের আমিষের চাহিদা মেটাচ্ছে আমাদের মৎস্য ভান্ডার।

তিনি বলেন, আমাদের বিশাল আয়তনের মৎস্য ভান্ডার থাকলেও অভাব আছে সুদুর প্রসারি পরিকল্পনা ও পরিকল্পিত চাষের। তাই প্রশিক্ষনের মাধ্যমে প্রান্তিক চাষীদেরকে দক্ষ করে তুলতে হবে। মৎস্য চাষীসহ চকরিয়া-পেকুয়া উপজেলাবাসির অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আগামীতে সুদুর প্রসারি পরিকল্পনার মাধ্যমে গুনগতমান সম্পন্ন মৎস্য চাষ নিশ্চিত করতে হবে। সেইজন্য মৎস্য বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এতে আগামীতে চকরিয়া-পেকুয়া উপজেলার মৎস্য ভান্ডার থেকে বছরে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। ##

পাঠকের মতামত: