ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

আগামীর কুতুবদিয়া হবে দর্শনার্থীদের দর্শনীয় স্থান-ওসি সফিক

আবু আব্বাস সিদ্দিকী , কুতুবদিয়া ::
আইনশৃংখলা,মাদকমুক্ত, ডাকাতি, কঠোরভাবে দমন, সামাজিক স্হিতি বজায় রেখে আগামী কুতুবদিয়া হবে দশর্নাথীদের দশর্নীয় স্হান। বিট পুলিশ কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯ জুলাই দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কুতুবদিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি)একে,এম সফিকুল আলম চৌধূরী উপস্থিত ছিলেন।

উপস্থিত সাধারণ জনতার মাঝে জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডিংগা ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, দক্ষিণ ধূরুং কমিউনিটি পুলিশের সভাপতি জানে আলম সিকদার এলাকায় ও প্রতিষ্ঠানে চোরি, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের সমস্যার কথা উপস্থাপন করলে নবাগত ওসি একে,এম সফিকুল আলম চৌধূরী। তাদের বিষয়সহ এলাকায় সন্ত্রাস ও মাদকাসক্তি দ্রুত নির্মুল করার প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই স্লোগান সেবা দ্রুত বাস্তয়ান করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি ।জনগণ পুলিশের কাছে আসবেনা, পুলিশ জনগণের কাছে যাবে। কুতুবদিয়া থানাকে জনগণের সত্যিকারের সেবা কেন্দ্রিক করতে চাই। সুন্দর সমাজ গঠন করতে স্ব স্ব এলাকায় চোর-ডাকাত, মাদক, সন্ত্রাস, ইভটিজিং কারীদের সঠিক সন্ধান দিয়ে পুলিশ বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।

কুতুবদিয়া থানার এসআই মোসলেম উদ্দিন বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ মোশারফ, , ধূরুং আদশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, মুছার পাড়া জামে মসজিদের পেশ ইমাম নুরুল আমিন, দক্ষিণ ধূরুং ইউপি সদস্য- মোরশেদ আলম সিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন- কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) আনোয়ার হোছাইন, এসআই শামসুল আলম, এএসআই সাইফুল আলম, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাইফুল আলম সিকদার, দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদরাসার সুপার মাহফুজুল করিম, মাঃ ফরিদুল আলম, ইউপি সদস্যগণ, ইউপি সচিব তারেকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ , মসজিদের ইমাম, যুবলীগ, ছাত্রলীগ কর্মী ও সচেতন ব্যক্তিগণ।

পাঠকের মতামত: