ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন ঋণগ্রহীতাকে কিস্তি দিতে বাধ্য করা যাবেনা -ইউএনও চকরিয়া

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  করোনা দুর্দিনে চকরিয়া উপজেলার জীবিকা হারানো ঋণগ্রহিতা জনগনের জন্য আবারও সুখবর দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। বৃস্পতিবার ২ জুলাই চকরিয়া উপজেলা প্রশাসনের সরকারি প্রচার মাধ্যম ফেসবুক ফেইজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঋণগ্রহিতা জনগনের উদ্দেশ্যে একটি পোস্ট দিয়েছেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের ফেসবুক ফেইজে ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ লিখেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০খি. পর্যন্ত চকরিয়া উপজেলার কোনো ঋণগ্রহীতাকে ঋণের কিস্তি প্রদানে বাধ্য করা যাবেনা। তবে কোনো আগ্রহী সক্ষম ঋণগ্রহীতা কিস্তি দিতে চাইলে সেক্ষেত্রে কিস্তি গ্রহণে কোনো বাধা থাকবেনা।##

পাঠকের মতামত: