ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মেহেরঘোনা রেঞ্জ কর্মকতার নেতৃত্বে রক্ষা পেল ক্ষতিগ্রস্থ মাদার-ট্রি গর্জন 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও ::  করোনা মহামারী কালেও থামাতে পারেনি বন ধংসকারীদের অপতৎপরতা। সুযোগ পেলেই ওদের হিংস্র থাবা পরে বনের জমি বা গাছের উপর। ২৪ জুন কক্সবাজার উত্তর বনবিভাগের মেহের ঘোনা রেঞ্জ কর্মকতা মামুন মিয়ার নেতুত্বে বিট কর্মকর্তা ও ষ্টাফদের সহায়তায় মেহেরঘোনা বিট এলাকা সবুজায়নের লক্ষ্যে লোকালয় হতে প্রায় দশ কিলোমিটার দুরবর্তী পাহাড়ের ২০১৯- ২০ সন  চলমান বনায়ন সৃজন কাজে ব্যস্ত। এই মুহূর্তে  ওৎপেতে থাকা দুষ্কৃতিকারীদের কু-নজর পড়ে মেহেরঘোনা বিটের কাটামোরা এলাকায় রাস্তার ধারে মাথা উচু করে দাঁড়িয়ে থাকা ত্রিশ বছর বয়সী মাদার ট্রি গর্জন গাছের উপর। এক বৃক্ষ প্রেমীর তথ্যের ভিত্তিতে ষ্টাফসহ তাৎক্ষনিক ভাবে ছুটে গিয়ে আংশিক ক্ষতিগ্রস্থ গাছ রক্ষা করতে সক্ষম হয়। এই নিয়ে সচেতন লোকজন রেঞ্জ কর্মকতাসহ বিটের ষ্টাফদেরকে অভিবাদন জানান।

পাঠকের মতামত: