ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে আরো ৭০ করোনারোগী শনাক্ত, চকরিয়া ৫জন

কক্সবাজার প্রতিনিধি ::  কক্সবাজারে আরো ৭০ জন করোনারোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) ল্যাবে ৪২২টি নমুনা পরীক্ষায় ১১৬টির রিপোর্ট পজিটিভ আসে। যারমধ্যে কক্সবাজার জেলার ৭০ জন, বান্দরবানের ৪০ জন এবং চট্টগ্রামের সাতকানিয়ার ৩ জন বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অনুপম বড়ুয়া চকরিয়া নিউজকে জানান, পজিটিভ ১১৬ জনের মধ্যে নতুন ১১৩ জন এবং ফলোআপ রোগী ৩ জন। মঙ্গলবার করোনা পজিটিভ রোগীদের মধ্যে সদর-৩, রামু-২, উখিয়া-১৮, টেকনাফ-২০, চকরিয়া-৫, মহেশখালী-৭, কুতুবদিয়ায় ১৫ জন। এনিয়ে ২৩ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় শনাক্ত মোট করোনারোগীর সংখ্যা ২১২০ জনে দাঁড়িয়েছে বলে জানান কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

তিনি জানান, কক্সবাজারে আক্রান্তদের প্রায় অর্ধেকই সদরে। কক্সবাজার সদরে মোট আক্রান্ত ৯৮৭ জন, চকরিয়ায় ৩০২ জন, উখিয়া উপজেলায় ২৭৬ জন টেকনাফ উপজেলায় ১৭৯ জন, রামু উপজেলায় ১৮২ জন, পেকুয়া উপজেলায় ৯৩ জন, মহেশখালী উপজেলায় ৮২ জন ও কুতুবদিয়া উপজেলায় মাত্র ২০ জন।

সিভিল সার্জন জানান, কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ৩৫ জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন। আর সুস্থ হয়েছেন ৬৯৮ জন করোনা রোগী।

পাঠকের মতামত: