ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় আজ রোববার ১৮জনসহ জেলায় ৪৯ জন করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ২৪ মে ১৮১জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৪৯ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে ৪৩ জন কক্সবাজার জেলার নাগরিক। বাকী ৬জন করোনা আক্রান্তের মধ্যে রোহিঙ্গা শরনার্থী ৪জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২জন। এছাড়া আগে আক্রান্ত হওয়া ১৯ জন করোনা ভাইরাস রোগীর ফলোআপ রিপোর্টও ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১১৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে কক্সবাজার জেলায় রোববার ২৪ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৩৩ জন। করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী ২৫জন সহ মোট করোনা রোগী ৩৫৮ জন। এ ২৫জন রোহিঙ্গা শরনার্থী করোনা রোগী আজ পর্যন্ত আক্রান্ত হয়। আজ রোববার শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গাদের সকাল-বিকাল ২দফে স্যাম্পল টেস্ট করা হয়।

রোববার ২৪ মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৩জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১জন, চকরিয়া উপজেলায় ১৮জন, পেকুয়া উপজেলায় ৭জন, উখিয়া উপজেলায় ৩জন ও টেকনাফ উপজেলায় ৪জন। নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ জন।এছাড়া একইদিন ২য় দফায় রোহিঙ্গা শরনার্থীর স্যাম্পল টেস্ট করে ৪ জন রোহিঙ্গা করোনা রোগী সনাক্ত করা হয়। তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে চকরিয়া উপজেলায় ১২জন, উখিয়া উপজেলায় ৬ জন এবং রোহিঙ্গা শরনার্থী ১জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

এর মধ্যে চকরিয়া উপজেলায় ১২৩ জন, কক্সবাজার সদর উপজেলায় ১১১ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৭জন, উখিয়া উপজেলায় ৪৫ জন, টেকনাফ উপজেলায় ১৫জন, রামু উপজেলায় ৮জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৫জন।

কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৪জন করোনা রোগী। মোট ৬২জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত: