ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কুতুবদিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলোতে পাউবো উন্নয়ন কাজে : ইউএনও’র পরিদর্শন

কুতুবদিয়া প্রতিনিধি ::

আগামী বর্ষার আগে জরুরী ভিত্তিতে কাজ শুরু করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক চিহ্নিত ৭১ নং পোল্ডারের কুতুবদিয়া রক্ষা বেড়িবাধেঁর ঝুঁকিপূর্ণ অন্যতম পয়েন্ট দক্ষিণ তাবালেরচর ২৯ কি.মি পরিদর্শন করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী। এ পয়েন্টে দিয়ে জোয়ার-ভাটা চলছে বলে জানিয়েছে স্থানীয়রা। বর্ষার আগেই জরুরী ভিত্তিতে ১৭০০ মিটার বেড়িবাঁধের উন্নয়ন কাজ হবে এ পয়েন্টে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া আরো কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্টের মধ্যে রয়েছে চর ধুরুং ১৩ কি.মি, দক্ষিণ অমজাখালী ৩৫ কি.মি,সতরুদ্দিনের ৪ কিমি পয়েন্ট এবং উত্তর ধুরুনের কালামার পাড়া পয়েন্টের কথা জানিয়েছেন তারা। অবশ্যই এলাকাবাসী দাবী করেছে উপজেলায় ঝুঁকিপূর্ণ পয়েন্ট আরো বেশী। পয়েন্টগুলোতে বর্ষার আগে একযোগে কাজ শুরু করার জন্য ইতোমধ্যে টেন্ডার আহবান করে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (অঃদঃ) মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন ৭টি প্যাকেজে একাজগুলো সম্পন্ন করা হবে। প্রমথ বছরেই ৫টি এবং পরের বছরে ২টি প্যাকেজে শেষ করা হবে এ কাজ। ইতোমধ্যে ২৪ এপ্রিল ৪টি প্যাকেজের দরপত্র আহবান করা হয়েছে এবং বাকি ৩টির টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।কুতুবদিয়ায় মোট ৪০ কি.মি ঝুঁকিপূর্ণ পয়েন্টের মধ্যে ১৪.১৭ কি.মি কাজ বর্ষার আগে শুরু হওয়ার কথা জানান এ কর্মকতা। তার মধ্যে মাটির বাধ হবে ১০.৫০ কি.মি এবং বাকি ৩.৬৫ কি.মি হবে ব্লকের কাজ।

পাঠকের মতামত: