ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে সাংবাদিক সহ আক্রান্ত আরও ৫৪

করোনাভাইরাস পরীক্ষা
কক্সবাজার মেডিক্যাল কলেজ সহ তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিন সাংবাদিক সহ আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এ ৫৪ জন সহ চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪৫ জনে।

সোমবার (১৮ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজ সহ চট্টগ্রামের দু‘টি ল্যাবে মোট ২২২টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ১২৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে (সিভাসু) ৭৪টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ২৭ জন, সিভাসুতে খাগড়াছড়ি জেলার ২ জনসহ ২৪ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে তিনজন সাংবাদিকও রয়েছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ল্যাবসহ তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৫৪ জনের।

এছাড়া কাজ শেষ করতে না পারায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পরীক্ষার ফলাফল সোমবার পাওয়া যায়নি। নিউজ ডেস্ক

পাঠকের মতামত: