ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

চকরিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও ৬টি পরিবারে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

এম.জিয়াবুল হক, চকরিয়া ;;  চকরিয়া পৌরসভার দক্ষিণ বাটাখালী সুশীল পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৬টি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে দাঁিড়য়েছেন চকরিয়া উপজেলা প্রশাসন। সোমবার ঘটনাস্থল পরির্দশন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামসুল তাবরীজ তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের মাঝে কক্সবাজার জেলা প্রশাসনের বিশেষ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।

প্রসঙ্গত: সোমবার রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ বাটাখালী সুশীল পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকার মিলন শীল, অনিল শীল, বনমালি শীল, শ্রীধাম শীল, বিধু শীল, ছোটন শীল ও প্রদীপ শীলের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। এসময় জেলা প্রশাসনের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বলেন, অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে প্রাথমিক ভাবে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থ এসব পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে অন্য কোন বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে বিতরণ করা হবে। #

পাঠকের মতামত: