ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

মহেশখালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ালে কঠোর ব্যবস্থা- ওসি প্রভাষ চন্দ্র ধর

সরওয়ার কামাল, মহেশখালী ::
মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারসহ বিভিন্ন বাজারে কিছু  অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদীর মূল্য বাড়ানোর সংবাদের ভিত্তিতে ২৬ই এপ্রিল বিকাল ৩টায় গোরকঘাটা বাজার সহ বিভিন্ন  বাজার মনিটরিং করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রভাষ চন্দ্র  ধর। বাজারে  মাইকিং করে সকল ব্যবসায়ীকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে  হুঁশিয়ারি দেন। সম্প্রতি করোনা ভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূল্যে উর্দ্ধগতি খবর পেয়ে তা প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করেছেন ওসি। মহামারী করোনা ভাইরাস ভয় নয়, করোনা থেকে মুক্তি পাওয়া এক মাত্র উপায় হল সচেতনতাই। ঘরে থাকুন,নিরাপদে থাকুন,সুস্থ থাকুন। আপনারা প্রার্থনা করেন, ইবাদত করেন,সৃষ্টিকর্তা আমাদের দিকে সদয় হয়ে করোনা থেকে রক্ষা করবেন। সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে সচেতন হয়ে ধৈর্য্য ধরে সরকারি দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

পাঠকের মতামত: