ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট ১৯ মে

image_152542_0নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের জন্য আগামী ১৯ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ইউনুস খান নতুন এ দিন ধার্য করেন।
আজ এ মামলার অভিযোগপত্র দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু র্যা ব অভিযোগপত্র দাখিল না করায় আদালত ১৯ মে নতুন দিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন।

সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর মামলার তদন্তভার পুলিশ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে ওইবছরের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র্যা বের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত: