ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্বিসহ নিরাপত্তা প্রদানকল্পে ঈদগাঁও পুলিশ মাঠে 

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::  করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ লোকজনের নিরাপত্তা প্রদানকল্পপে মাঠে অবস্থানে ঈদগাঁও পুলিশ।

বর্তমানে করোনা ভাইরাস আতংকে জেলা সদরের বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার,স্টেশন সহ উপবাজার সমুহ লকডাউন হয়। তবে নিত্য পন্য সামগ্রী,কাঁচাবাজার,ফার্মেসী,হাসপাতাল,গ্যাসের দোকান ছাড়া সব দোকানপাঠ বন্ধ ঘোষনা করা হয়। এদিকে পুলিশের পক্ষ থেকে বৃহত্তর ঈদগাঁওর নানা গ্রামের চায়ের দোকানে,যত্রতত্রে অযথা আড্ডা না দিয়ে বাড়ীতে নিরাপদে অবস্থান করতে বারবার বলা হয়। অন্যদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে বাজার, স্টেশন সহ আশপাশ এলাকায় পুলিশদল নিয়মিত টহল কার্যক্রম দিয়ে যাচ্ছেন।  

২৬শে মার্চ দুপুরে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে ইনচার্জ আসাদুজ্জামানসহ পুলিশ টিমকে দায়িত্ব পালন করতেও দেখা যায়। মুখে মাস্ক না থাকায় অনেককে সর্তক সংকেতও প্রদান করা হয়। 

 

গত ২৪শে মার্চ বিকেলে সদর সহকারী কমিশনার (ভুমি) ঈদগাঁও বাজারকে লকডাউন ঘোষনা করে।

লকডাউন তিনদিন অতিবাহিত হতে যাচ্ছে।

 

এ বিষয়ে জানতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুঠো ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

পাঠকের মতামত: