ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের নজরদারি, পর্যটকআগমন ঠেকাতে মহাসড়কের চকরিয়ায় পুলিশের চেকপোস্ট

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  করোনা ভাইরাস প্রতিরোধে এবার বহিরাগত এলাকা থেকে দর্শনে আগত পর্যটক ঠেকাতে উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশ প্রশাসন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার রাতে জেলা পুলিশের পক্ষথেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইনানী রির্সোট এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার মাসুদ হোসেন

পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম বুধবার রাতে তাঁর ফেসবুক ফেইজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, করোনা ভাইরাসের কারণে পর্যটন শহর কক্সবাজার জেলা ঝুঁিকতে আছে। সেইজন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোন পর্যটক, শিক্ষার্থী, পিকনিক পার্টি, কনফারেন্স বা অন্য কোন জমায়েত ও সমাবেশের উদ্দেশ্যে কক্সবাজার শহরে কেউ যাতে আসতে না পারে, সেজন্য কক্সবাজার-চট্টগাম মহাসড়কের চকরিয়ার হারবাং হোটেল ইনানী রিসোর্ট পয়েন্টে কক্সবাজার জেলা পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বসানো চেকপোস্ট দিবারাত্রি ২৪ ঘন্টা চালু থাকবে। কোন শিক্ষার্থীকে কোন অবস্থাতেই কক্সবাজারে প্রবেশ করতে দেওয়া হবেনা। সাধারণ পর্যটকদেরকেও কক্সবাজারে আসতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হবে।

জেলা পুলিশ সুপার মাসুদ হোসেন বলেন-সমুদ্র সৈকত সহ কক্সবাজারের টুরিস্ট স্পট গুলো ভীড় না করার জন্য, জমায়েত না হওয়ার জন্য, গণমানুষের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কক্সবাজার জেলা পুলিশের পক্ষ হতে কক্সবাজার শহরে বুধবার ১৮ মার্চ বিকেল হতে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। কক্সবাজার শহর, টুরিস্ট স্পট ও আশেপাশের এলাকা গুলো পুলিশ নিয়মিত নজরদারি করবে। ইতোমধ্যে কক্সবাজারে আসা পর্যটক ও অন্যান্যদের দ্রুততম সময়ে কক্সবাজার ত্যাগ করার জন্য তিনি অনুরোধ করেছেন। এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) এ বিষয়ে সকলকে সরকারের সব ধরনের নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানিয়েছেন।##

পাঠকের মতামত: