ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষের মিলনমেলা

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণিল আতশবাজিতে ঝলমলে আকাশ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সকল শ্রেণী পেশার হাজারো মানুষের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আনন্দ শোভাযাত্রা করেছে চকরিয়া উপজেলা প্রশাসন। শনিবার (১১ জানুয়ারি) সকালে সড়ক বিভাগের চিরিঙ্গা ডাক বাংলো থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মন্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.হামিদ উল্লাহ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান।

এছাড়া অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় অংশনেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি যথাক্রমে এম আর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া কোরক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য মুজিবুর রহমান, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফ মাইন উদ্দিন রাসেল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, মিফতাব উদ্দিন চৌধুরী, আহমদ রেজা, আমির হোসেন আমু, নুরুল আমিন টিপু, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক আতিক হোসেন সাজিব, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ।

অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রার র‌্যালিতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবি, শিক্ষক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন রাত ৮.৫৫ মিনিটে চকরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গনে প্রদর্শন করা হয়েছে চোখধাঁধানো বর্ণিল আতশবাজি। এই উৎসবমুখর আয়োজনে মুর্হুতে রঙ্গিন হয়ে উঠে পুরো আকাশ।#

পাঠকের মতামত: