ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চট্রগ্রাম-ককসবাজার মহাসড়কের পাশে অসংখ্য বৈদ্যুতিক খুঁটির স্তুপ : দূর্ঘটনার আশংকা

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::  চট্রগ্রাম-ককসবাজার মহাসড়কের দুপাশ জুড়ে পল্লী বিদ্যুতের খুটি রাখায় যেকোন মুর্হুতে দূর্ঘটনার আশংকা প্রকাশ করেন সাধারন লোকজনসহ যাত্রীরা। উভয় দিক থেকে চলাচলরত দ্রুতগামী দুর পাল্লাসহ নানা যানবাহন যাতায়াতে মারাত্বক ভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। একদিকে খুটিবাহী লম্বা পরিবহন,অন্যদিকে বৈদ্যুতিক খুটি, আরেকদিকে মহাসড়কের জায়গা সংকীর্ণ। তিন সমস্যায় জর্জরিত যাত্রী এবং পথচারীরা। সারাদিন ব্যস্ত মহাসড়কের অর্ধেক জায়গা দখল করে রাখে পল্লী বিদ্যুতের খুটি আনা নেওয়ার কাজে ব্যবহৃত লম্বা গাড়িগুলো। অন্যদিকে খুটির সারি সারি স্তুপ।
দেখা যায়, রামুর রশিদনগর আদর্শ গ্রাম রাস্তার মাথা নামক স্থানে প্রায় অর্ধেক রাস্তা দখল করে রাখে এসব খুটিসহ লম্বা যানবাহন। যার কারনে জায়গা সংকুচিত হওয়ায় অন্যান্য গাড়ী চলা চলে নিদারুন কষ্ট পাচ্ছে এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দূর্ভোগ আর ভোগান্তিতে রক্ষাসহ মানুষের জানমালের নিরাপত্তার লক্ষে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন পথচারী, যাত্রীসহ এলাকাবাসী। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখা লেখিও চালিয়ে যাচ্ছেন। বেশকজন যাত্রী ও পথচারী জানান, মহা সড়কের পাশঘেষে বৈদ্যুতিক খুঁটি আর তাদের ব্যবহৃত গাড়ী রাখায় যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। এসব সমস্যায় সম্মুখীন যাত্রীরা। এসব খূঁটিগুলো অনত্রে খোলা জায়গায় রাখলে হয়তো সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তিনি। দ্রুতসময়ে সড়কের পাশ থেকে বৈদ্যুতিক খুটি গুলো সরানোর দাবী। সংশ্লিষ্ট টিকাদারের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

পাঠকের মতামত: