ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

চকরিয়ায় জালিয়াতি মামলার আসামি মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া থানা পুলিশের অভিযানে চেক প্রতারণা ও জালিয়তির দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামী রাকিবুল ইসলাম (৩২) নামের একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকাল চারটার দিকে পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোনাখালী ইউনিয়নস্থ বটতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রাকিবুল একজন আন্ত:জেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে কোনাখালীতে চোরাই মোবাইল বিক্রি করে আসছে। রাকিবুল ইউনিয়নের খাতুর বাপের পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।

অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার এএসআই আকবর মিয়া বলেন, থানার ওসি মো. হাবিবুর রহমানের নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার কোনাখালী ইউনিয়নের উপকুলীয় অঞ্চলে মোবাইল চোর চক্রের কয়েকটি স্পটে অভিযান চালানো হয়।

অভিযানকালে চোর চক্রের সদস্য রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে চেক প্রতারণা (সি.আর-৮৬৯/১৯) মামলা ও জালিয়তি (সি.আর-১০৫৬/১৯) মামলায় আদালতে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, পুলিশের অভিযানে গ্রেফতারকৃত রাকিবুল একজন শিক্ষিত চোর। তাঁর মুল পেশা মোবাইল চুরি। এছাড়া তাঁর বিরুদ্ধে দুইটি মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে। #

পাঠকের মতামত: