ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে সন্ত্রাস-জঙ্গিবাদ বেড়ে যায় : উপজেলা চেয়ারম্যান জুয়েল

রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা

সোয়েব সাঈদ, রামু ::  কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী বর্তমান সরকার দেশকে উন্নয়নের স্বাদ এনে দিয়েছে। যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নেয় তারা অনিয়ম-দূর্ণীতির মাধ্যমে দেশকে রসাতলে নিয়ে গিয়েছিলো। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশে^র উন্নয়নশীল দেশে রুপ নিয়েছে। যা স্বাধীনতা বিরোধীদের সহ্য হচ্ছে না। বিএনপি-জামায়াত এদেশে রাষ্ট্র ক্ষমতায় এলে সন্ত্রাস-জঙ্গিবাদ বেড়ে যায়। আওয়ামীলীগে স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর ও তাদের বংশধরদের ঠাঁই হবে না।

রামুতে ৭দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২য় দিনে (বুধবার) বিজয় মঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রবীন আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন ভরসা, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মৌলানা জামাল উদ্দিন আনছারী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ খান জয়, দিলীপ কুমার মহাজন, নাছির উদ্দিনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও মঙ্গলবার মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১ম দিনে বিজয় মঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। এছাড়া রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়াসহ জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন।

“মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙ্গালির হাজার বছরের পরাধীনতার প্রতিশোধ’ এ প্রতিপাদ্যে আয়োজিত বিজয় মেলা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রতিদিনের অনুষ্ঠানে থাকবে, বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় নেতৃবৃন্দের স্মৃতিচারণ, আবৃত্তি, নৃত্য, গান, নাটক। দেশী-বিদেশী পন্যের শতাধিক ষ্টল নিয়ে বসছে এ বিজয় মেলা।

পাঠকের মতামত: