ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বিষয় : রোহিঙ্গা শিবিরগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু

নিউজ ডেস্ক ::  কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।দ্রুতগতিতে এগিয়ে চলছে পিলার বসানোর কাজ। এর ফলে সন্ত্রাস, জঙ্গি ঝুঁকি কমার পাশাপাশি রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে পড়ার প্রবণতাও কমবে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ছোট বড় পাহাড়ের প্রায় ১০ হাজার একর জায়গার ওপর বসবাস করছে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা। এদের মধ্যে অনেকেই নানা অপরাধমুলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। মাদক পাচার,খুন,ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যা তারা করছে না।গত দু’বছরে রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়েছে চল্লিশের মতো। আর মামলা হয়েছে চার শতাধিক। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া এ জনগোষ্ঠীর কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা।

যে কারণে রোহিঙ্গা আশ্রয় শিবির নিয়ন্ত্রণে আনার জন্য কাটাতাঁরের বেড়া নিমার্ণের সিদ্ধান্ত নেয় সরকার। যার পরিপ্রেক্ষিতে ক্যাম্প তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প কাঁটাতারের আওতায় আসলে অপরাধ নিয়ন্ত্রণ অনেকটা সহজ হবে।

আর রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংগ্রাম পরিষদের এ নেতা মাহামুদুল হক চৌধুরী বলেন, কাঁটাতারের ফলে তাদের অনেক অবৈধ কাজ রোধ করা সম্ভব হবে। সেইসঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: