ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ২৪ বছর পর চিরিংগা বাসষ্টেশন জামে মসজিদের পরিচালনায় নতুন কমিটিতে উপজেলা চেয়ারম্যান সাঈদী আহবায়ক, কাউন্সিল রেজাউল সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  কক্সবাজার জেলার চকরিয়া পৌর শহরের ঐতিহ্যবাহী চিরিংগা বাসষ্টেশন জামে মসজিদের দীর্ঘ ২৪ বছর যাবৎ আয়-ব্যয়ের হিসাব নিকাশ না দেওয়া এবং মসজিদের উন্নয়নে কোন ভূমিকা না রাখায় স্থানীয় মুসল্লীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। গত ৯অক্টোবর’১৯ইং চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মসজিদ কমিটির বর্তমান সভাপতি মো: ইউনুছ,সাধারণ সম্পাদক ওসমান গনি ও স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সিলরসহ মুসল্লীদের উপস্থিতিতে মসজিদের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় হিসাব-নিকাশ পর্যালোচনা ও অডিটের জন্য ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটিকে গঠিত ৫সদস্যের কমিটির কাছে হিসাব দেওয়ার জন্য ১৫দিন সময় দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ৩মাসেও আয়-ব্যয়ের হিসাব তাদের কাছে দিতে পারেনি বর্তমান কমিটি। ইতিপূর্বে এনিয়ে প্রিন্ট ও অনলাইন মিডিয়া ব্যাপকভাবে লেখা-লেখিও হয়। ফলে নতুন কমিটি গঠনের জন্য মুসল্লীরা নিয়মানুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সুপারিশে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান কর্তৃক ৫ডিসেম্বর’১৯ইং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঐতিহ্যবাহী চিরিংগা বাসষ্টেশন জামে মসজিদের ১৫ সদস্যে বিশিষ্ট নিন্মোক্ত আহবায়ক কমিটি অনুমোদন করেন।

কমিটিতে আহবায়ক করা হয়েছে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী এবং সদস্য সচিব করা হয়েছে চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম। কমিটির অন্যন্য সদস্যরা হলেন; আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেন, মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মোজাহের আহমদ কোম্পানীর সন্তান ও চিরিংগা এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আনোয়ার আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন কোম্পানী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নাজেম উদ্দিন (খাজা), বিশিষ্ঠ শিক্ষাবীদ নাইক্ষং ছড়ি আবুল কালাম ডিগ্রি কলেজের উপা-অধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব বশির আহমদ, চকরিয়া সাবরেজিষ্ট্রি অফিসের সিনিয়র দলিল লিখক আলহাজ্ব ফরিদুল আলম, মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মোজাহের আহমদ কোম্পানীর সন্তান ও চকরিয়া এশিয়ান হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মুহাম্মদ শামশুল আলম, মসজিদের সাবেক খতিব মরহুম পীরে কামেল মরহুম শাহ মাওলানা মাহমুদুর রহমান (রাহ:) এর শাহজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা মো: রেজাউল করিম, আলহাজ্ব ফয়জুল আজিম, সাংবাদিক একেএম বেলাল উদ্দিন, চকরিয়া স্টাম্পভেন্ডার নুরুল আলম, ফরিদুল আলম ও রফিকুল ইসলাম। উক্ত কমিটিকে চকরিয়া পৌর শহরে একটি আধুনিক ও মানসম্মত মসজিদে রূপান্তরিত করতে মুসল্লীরা আহবান জানিয়েছেন।###

পাঠকের মতামত: