ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে আমির হোসেন সভাপতি ও নুরুস শফি সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন উৎসবমুখর আয়োজনে শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২৩ নভেম্বর) বিকালে ঘনশ্যাম বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।

চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফ মাঈন উদ্দিন রাসেল ও রাজীবুল মোস্তাফা চৌধুরীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পদক ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন সভাপতি প্রার্থী আমির হোসেন মেম্বার (চেয়ার), জাহাংগীর আলম দুদু মেম্বার (আনারস), মোজাম্মেল হক (হরিণ), সাবেক মেম্বার সাকের আহমদ (প্রজাপ্রতি), জাকের আহমদ (ছাতা) ও সাধারণ সম্পাদক প্রার্থী এম নুরুস শফি (ফুটবল), আবদুর রাজ্জাক দেওয়াল ঘড়ি) ও আবুল হাশেম (কাতাল মাছ)।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক ছৈয়দ আলম কমিশনার, উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, আবু তালেব, আমান উল্লাহ আমান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, ফরিদুল ইসলাম, মুজিবুর রহমান লিটন, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, কাউন্সিলর মকছুদুল হক মধু, কাউন্সিলর জিয়াবুল হক, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, পৌরসভা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, পৌরসভা আওয়ামীলীগের সদস্য মিফতাব উদ্দিন চৌধুরী, কবিরাজ আলহাজ ফজল করিম চৌধুরী, হুমায়ুন কবির, আবু তাহের মেম্বার, ফজল কাদের, নুরুল আমিন টিপু, তাজুল ইসলাম, তরুন আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, ফয়জুল কবির, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ৫নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাগু সওদাগর, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৩নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সফুর আলম, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মো.আবদুল হামিদ, চকরিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকাল চারটার দিকে শুরু হয় চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর পরিচালনায়। অধিবেশন শেষে চেয়ার প্রতীকে ১২৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আমির হোসেন মেম্বার ও ফুটবল প্রতীকে ১২১ ভোট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম.নুরুস শফি। পাশাপাশি চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী সম্মেলনে ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সওদাগরকে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগে অন্তভুক্ত করার ঘোষনা দেন। সম্মেলনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি টিম।

সম্মেলনে প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামীলীগের রেজাউল করিম বলেছেন, আওয়ামীলীগ একটি অনুভূতির নাম। এখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবেনা। আওয়ামীলীগ সরকারে আছে বলেই আজ আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে সম্মান দিয়ে কথা বলছেন জনগন। এই সম্মানের পেছনে ব্যক্তির চেয়ে দলের মর্যাদা বেশি। তাই মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে কোন ধরণের অসৌজন্যমুলক আচরণ করা যাবেনা।

তিনি বলেন, আওয়ামী লীগের পদ-পদবী নিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় সেই ধরণের অন্যায়-অপকর্মে কেউ জড়িত থাকতে পারবেনা। মনে রাখতে হবে কারো অন্যায় অপকর্মের কারণে জননেত্রী শেখ হাসিনা ও দলের সুনাম ভুলন্ডিত হোক তা কক্সবাজার জেলা আওয়ামীলীগ বরদাস্ত করবেনা। তাই আগামীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আওয়ামীলীগের সুন্দর রাজনীতি বির্নিমানে সবাইকে কাজ করতে হবে। ##

পাঠকের মতামত: