ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চ কুঁড়ি সম্মেলনে মহা পরিচালক লিয়াকত আলী লাকী

bty

প্রেস বিজ্ঞপ্তি ::  ‘আমরা সবাই মঞ্চকুঁড়ি, নটনন্দনে ফুটবো’ স্লোগানে গতকাল শুক্রবার বিকাল চারটায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ‘মঞ্চ কুঁড়ি সম্মেলন-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা পরিচালক বিশিষ্ট নাট্য নির্দেশক লিয়াকত আলী লাকী।

এ সময় তিনি বলেন, শিশু-কিশোরদের সুন্দর আগামী নির্মাণের জন্যই সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করতে হবে। এ ধরনের সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে শিশুরা নিজস্ব সংস্কৃতির প্রতি আরও বেশি দায়বোধ অনুভব করবে।

এর আগে বিকাল সোয়া চারটায় মিলনায়তনের সামনের উন্মুক্ত মাঠে বেলুন পুষ্পকানন কর্মসূচির সূচনা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, আজকের শিশু-কিশোরদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের এখন থেকেই তৈরী করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক পরিম-লে তাদের গড়ে উঠতে হবে। সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ হাতে নেয়া হয়েছে।

এই আয়োজনে কক্সবাজার জেলার প্রায় ১৫০ শিশু-কিশোরকে ‘মঞ্চকুঁড়ি তনয় শিশু পদক’ দেয়া হয়।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত মঞ্চ কুঁড়ি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার কে.এইচ.এম মাহফুজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি কবি জসীম উদ্দিন বকুল, নাট্য সংগঠক এড. তাপস রক্ষিত, এড. প্রতিভা দাশ, সহ সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য যথাক্রমে কবি আসিফ নূর, এম. জসিম উদ্দিন। পরে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পারিয়াল সামিহা সারিকা।

পাঠকের মতামত: