ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

চকরিয়ায় ইজিবাইক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মেঘনা গ্রুপের সুপারভাইজার নিহত

চকরিয়ায় নিহত মেঘনা গ্রুপের সুপারভাইজার দিদারুল আলম তুষার

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা বদরখালী-মহেশখালী সড়কে ইজিবাইক-সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে দিদারুল আলম তুষার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার অভ্যান্তরীণ সড়কের ইলিশিয়া এলাকায় সড়ক দূর্ঘটনা প্রথমে আহত হন তুষার। পরবর্তীতে চকরিয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল দুইটার দিকে মারা যান তিনি। নিহত তুষার উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির পাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, যুবক দিদারুল আলম তুষার বর্তমানে দেশের বহুজাতিক কোম্পানী মেঘনা গ্রুপের (ফ্রেশ গ্রুপ) সুপারভাইজার পদে চাকুরী করতো। ঘটনার দিন সোমবার দুপুরে পেশাগত কাজে ইজিবাইক (টমটমগাড়ি) যোগে চকরিয়া উপজেলা সদর থেকে বদরখালী যাচ্ছিল। প্রতিমধ্যে সড়কের ইলিশিয়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি গাড়ীর সঙ্গে ইজিবাইক গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন তুষার। এসময় স্থানীয় লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া পৌর শহরের বেসরকারী জমজম হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ওইদিন বেলা দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুষার মারা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত দিদারুল আলম তুষারের মরদেহ আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

পাঠকের মতামত: