ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

চকরিয়া মাতামুহুরী নদীতে বালি দস্যুদের বেপরোয়া বাণিজ্য: ৫০ হাজার অর্থদন্ড ও সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক ::  মাতামুুহুরী নদীর চকরিয়া অংশের শতাধিক পয়েন্ট থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে প্রকাশ্যে বিকিকিনি করছে কতিপয় ব্যক্তি। এতে কয়েকজন প্রভাবশালী আশকারাও রয়েছে বলে অভিযোগ।

ফলে এই খনিজ সম্পদ থেকে একদিকে সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে, অপরদিকে অপরিকল্পিত বালু উত্তোলন করায় নদী ভাঙ্গন ছাড়াও চোরাবালি সৃষ্টি হয়ে প্রাণ হারাচ্ছে নদীতে নাইতে নামা শিশু-কিশোর-তরুণরা।

প্রশাসন মাঝে মধ্যে নামমাত্র অভিযান চালালেও বালি দস্যুদের থামানো যাচ্ছেনা।

আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর খবর পেয়ে সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান চালায় বেতুয়া বাজারের নিকটবর্তী একটি পয়েন্টে।

অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি জেনেরেটর ও একটি পাম্প মেশিন জব্দ করা ছাড়াও আদায় করা হয় নগদ ৫০ হাজার টাকা জরিমানা।

এই অভিযানে সত্যতা নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের পেশকার ও ভুমি অফিসের সহকারি মিলন বড়ুয়া। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন চকরিয়া থানার এসআই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ।

পাঠকের মতামত: