ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও বিতর্কিতরা আওয়ামী লীগে পদ পাবে না- এডঃ সিরাজুল মোস্তফা

প্রেস বিজ্ঞপ্তি :
মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও বিতর্কিত কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসার সুযোগ নেই। তৃণমুল পর্যায় তেকে এটি এভাবেই কমিটি গঠন করতে হবে। পরিচ্ছন্ন ব্যক্তিই আওয়ামী লীগের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রিয়ভাবেও এটি ঘোষণা করেছেন। আমরা প্রধানমন্ত্রীর এই নির্দেশনার শতভাগ বাস্তবায়ন করতে চাই। কোনভাবেই কেন্দ্রিয় নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি গতকাল মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক’র সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
তিনি বলেন, গনতান্ত্রিক ভাবেই সকল কমিটি গঠন করতে হবে। কাউন্সিলরা যাকে চায় তিনিই দলের দায়িত্ব পাবেন। এতে কোন দুর্নীতিবাজ যাতে প্রার্থী হতে পারবে না। আমরা কোন অনিয়ম মেনে নেব না। যারা দলকে থাকা ও আদালতে বিক্রি করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সভায় আশেক উল্লাহ রফিক এমপি বলেন, দলের জন্য যারা ত্যাগ করেছেন তারাই মুল্যায়িত হবেন। আমরা যোগ্যদের নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশ মত দলকে সাজাতে চাই। যারা দলের সাথে অভিমান করে কার্যক্রম থেকে দুরে রয়েছে তাদেরকেই এগিয়ে আনতে হবে। কমিটি গঠনে যাতে কোন অভিযোগ না উঠে এতে সতর্ক থাকতে হবে সবাইকে।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ডাঃ নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামী লী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, সহসভাপতি মাস্টার লিয়াকত আলী, সহসভাপতি এনামুল হক চৌধুরী রুহুল, কালারমারছড়ার চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর বক্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম, রুহুল আমিন, সরওযার আজিম, হাসান বশির, বড় মহেশখালী আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাশি, হোয়ানকের সভাপতি মির কাসেম, মাতারবাড়ির সভাপতি জিএম ছমিউদ্দিন, ধলঘাটার সভাপতি সাঈদ আলম, শাপলাপুরের সভাপতি ওসমান সরওয়ার, কুতুবজুমের সাধারণ সম্পাদক রবিউল আলম, কালারমারছড়ার সাধারণ সম্পাদক জহিরুল আলম বদন, ছোট মহেশখালীর সাধারণ সম্পাদক এনামুল করিম, বড়মহেশখালীর সাধারণ সম্পাদক নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, মহেমখালী উপজেলা আওয়ামী লীগৈর সহসভাপতি মোঃ ফোরকান, সহসভাপতি এস.এম মুজিবুল হক, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশা, জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন, সহসভাপতি রাহমত উল্লাহ খান, সহসভাপতি নুরুল আলম, উপদেষ্ঠা মোহাম্মদ শরীফ মাতবর, কবির আহমদ, আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক আজিজুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রণব কুমার দে, দপ্তর সম্পাদক নির্মল কান্তি চক্রবর্তী, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন এলাহী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোজি খান, যুব ও ক্রীড়া সম্পাদক নবীর হোসেন ভুট্টু, মাস্টার মাহমুদুল করিম, মাস্টার আমিন শরীফ সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, উপপ্রচার সম্পাদক এহছানুল করিম, উপদপ্তর সম্পাদক এম আবদুল মান্নান, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন খোকন, ডাঃ আমিরুজ্জামান আমজু, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, মোস্তাক আহমদ তালুকদার, জাহাঙ্গীর বাদশা, এডঃ আবদুল খালেক, জহিরুল ইসলাম সিকদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, আবু ছিদ্দিক, মোস্তফা কামাল চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নুরুল হক, মোহাম্মদ সোলতান আহমদ কোম্পানী, আবদু সামাদ, সেলিম চৌধুরী, নুরুল আমিন খোকা, শান্তি লাল নন্দী, নুর মোহাম্মদ, আবদুর রহিম ও ফরিদ আহমদ চৌধুরী।

পাঠকের মতামত: