ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ১৬টি জাল জদ্ধ

আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::

কুতুবদিয়া চ্যানেলে মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৯ অক্টোবর) ইলিশ শিকার নিষিদ্ধ সময়ের প্রথম দিন কুতুবদিয়া-মগনামা পেকুয়া চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, ইলিশ সংরক্ষণ মৌসুমে সরকারি সিদ্ধান্ত মোতাবেক বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সাগরে অভিযান পরিচালিত হবে। প্রথম দিন সরকারি সিদ্ধান্ত অমান্য করায় চ্যানেল থেকে ১৬টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এ সময় মৎস্য অফিসার, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার জে.ইউ আহমেদ সহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বড়ঘোপ জেটি সংলগ্ন স্থানে জব্দকৃত জাল পুড়িয়ে ধবংস করা হয়।

পাঠকের মতামত: