ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

চকরিয়ায় এলজিএসপি উন্নয়ন কাজ বাস্তবায়নে অনিয়ম দূর্ণীতি প্রমানিত হলে অর্থবরাদ্দ বন্ধ থাকবে -উপসচিব শ্রাবন্তী রায়

এম.জিয়াবুল হক, চকরিয়া ::   স্থাণীয় সরকার মন্ত্রনালয়ের এলজিএসপি-৩ প্রকল্পের অধিনে উপজেলা পর্যায়ে ব্লক গ্রান্ট কো-অর্ডিনেশন কমিটির (বিজিসিসি) সভা বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন কনে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) শ্রাবন্তী রায়। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরী ও কক্সবাজার এলজিএসপি-৩ প্রকল্পের ডিএফ বরুণ বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) শ্রাবন্তী রায় বলেন, ইউনিয়ন পর্যায়ে এলজিএসপি-৩ প্রকল্পের সকল কাজ দ্রুত শেষ করতে হবে। বাস্তবায়নাধীন সকল প্রকল্পের আলাদা নাম ফলক থাকতে হবে। কাজের ক্ষেত্রে কোন অনিয়ম দূর্ণীতি হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রকল্পকাজে কোন অনিয়ম দূর্ণীতি প্রমানিত হলে প্রয়োজনে সে সব ইউনিয়নে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে বলেও ঘোষনা দেন তিনি।

এছাড়া সভায় উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধূরী, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মতলব, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, হারবাং ইউপি চেয়ারম্যান মো. মিরানুল ইসলাম, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহামদ সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কি ইকবাল হোসাইন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, খুটাখালী ইউপি চেয়ারম্যান মৌলানা আব্দুর রহমান, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল আলম, বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলালসহ উপজেলার ১৮টি ইউনিয়নের সচিবগন উপস্থিত ছিলেন। #####

পাঠকের মতামত: