ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

এড. আমজাদ ছিলেন বহুগুনাবলী সম্পন্ন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি : জেলা জজ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::  কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আমজাদ হোসেন ছিলেন, একজন বহু গুণাবলী সম্পন্ন সর্বজন শ্রদ্ধেয় মানুষ। তাঁর বিশাল ব্যক্তিত্ব ও নৈতিকতায় মানুষ মুগ্ধ হতো। মানুষকে আপন করে নেয়ার তাঁর সদিচ্ছা ও সদাচরণ মানুষ চিরদিন মনে রাখবে। সভ্যতা, সংস্কৃতির নান্দনিক বিকাশ ও পরিশুদ্ধ সমাজ গঠনে এডভোকেট আমজাদ হোসেনের ভূমিকা ছিল অনস্বীকার্য। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আমজাদ হোসেন স্মরণে বৃহস্পতিবার ১১ জুলাই অনুষ্ঠিত ফুলকোর্ট রেভারেন্সে সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এ কথা বলেন। এডভোকেট নেজামুল হকের কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলের সন্ঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ফুলকোর্ট রেভারেন্সে মরহুম এডভোকেট আমজাদ হোসেনের জীবনী পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন। কক্সবাজার জেলা জজ আদালতের এজলাসে অনুষ্ঠিত উক্ত ফুলকোর্ট রেভারেন্সে বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন-নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোঃ নূর ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্, দেলোয়ার হোসেন, জেরিন সুলতানা, মোহাম্মদ হেলাল উদ্দিন, সিনিয়র সহকারী জজ খাইরুন্নেছা, লিগ্যাল এইড অফিসার মৈত্রী ভট্টাচার্য, জিয়াউল হক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন, সহকারী জজ সাজ্জাতুন নেছা, মোহাম্মদ বেলাল প্রমুখ। ফুলকোর্ট রেভারেন্সে দু’শতাধিক আইনজীবী ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফুলকোর্ট রেভাসেন্স শেষে একইদিন সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এডভোকেট আমজাদ হোসেন স্মরণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলের সন্ঞ্চালনায় এক শোক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা নুরুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এডভোকেট ছৈয়দ আহমদ, এডভোকেট আবুল কালাম সিদ্দিকী, এডভোকেট সিরাজুল মোস্তফা, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, এডভোকেট মমতাজ আহমদ, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট দীলিপ আচার্য্য, এডভোকেট হোসাইন আহমদ আনসারী, এডভোকেট আবদুল বারী, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট আব্বাস উদ্দিন, এডভোকেট আবুল হোসাইন, এডভোকেট আক্তার উদ্দিন হেলালী, এডভোকেট লুৎফুল কবির, এডভোকেট কাসেম আলী, এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, মরহুমের সন্তান এডভোকেট এইচ রিফাত প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৪ জুন সোমবার বিকেল আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার সফল প্রশাসক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট আমজাদ হোসেন প্রতিদিনের মতো যথারীতি কোর্টের কাজ সেরে আদালত প্রাঙ্গনে হেঁঠে যাওয়ার সময় প্রচন্ড বুকের ব্যাথায় হঠাৎ ঢলে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাঁর সহকর্মীরা তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩ টার দিকে এডভোকেট আমজাদ হোসেন’কে মৃত ঘোষনা করেন। মরহুম এডভোকেট আমজাদ হোসেন পেকুয়া উপজেলার ফতেহ আলী মাতবর বংশের মৃত মোহাম্মদ হোসাইন চৌধুরী ও রেজিয়া বেগমের পুত্র। তিনি ১৯৭৯ সালের ৩ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছরেরও বেশী সময় ধরে তিনি আইন পেশায় রত ছিলেন। তিনি ২০১১-২০১২ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি’র দায়িত্ব পালন ছাড়াও আরো আনেকবার বিভিন্ন পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি বান্দরবান জেলার লামা উপজেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্তমান নির্বাহী কমিটিরও তিনি আমৃত্যূ সদস্য ছিলেন।

পাঠকের মতামত: