ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মিয়ানমার ও বাংলাদেশ হয়ে চীনের দ্রুত গতির ট্রেন যাবে কলকাতায়

rel...নিউজ  ডেস্ক  ::

চীনের কুনমিং থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় যাবেন, তা-ও আবার ট্রেনে! কী ভাবছেন? আষাঢ়ে গপ্পো? নাহ, একদমই তা নয়, চীন থেকে দ্রুত গতির ট্রেন কলকাতায় যাবে মিয়ানমার ও বাংলাদেশের ওপর দিয়ে। যদিও গোটা প্রকল্পটাই এখন পরিকল্পনার স্তরে সীমাবদ্ধ।

সম্প্রতি গ্রেটার মিকং সাবরিজিয়ন (GMS) মিটে এই রেলপথের প্রস্তাব দিয়েছে চীন। বাংলাদেশ-চীন-ভারত ও মিয়ানমার (BCIM) মাল্টি মডেল করিডর প্রজেক্টের অংশ হিসেবেই এই প্রস্তাব।

চীনের ইউনান প্রাদেশিক সরকারের উপসচিব লাই জি মিংয়ের ধারণা, এ রেল প্রকল্প বাস্তবায়িত হলে মিয়ানমার ও বাংলাদেশের আর্থিক অবস্থারও উন্নতি হবে জান গেছে।

জানা গেছে, ২৮০০ কিমি এ রেলপথের জন্য ৪০ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৬ কোটি ৬০ লক্ষ টাকা খরচ করবে চায়না। এশীয় উন্নয়ন ব্যাংকের থেকেও টাকা নেয়া হতে পারে।

পাঠকের মতামত: