ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

মাতারবাড়ী সড়কে ৪ কর্মকর্তাকে ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট

মহেশখালী প্রতিনিধি ::   মাতারবাড়ী সড়কে সিএনজি গাড়ী গতিরোধ করে স্বশস্ত্র ডাকাতরা কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৪ কর্মকর্তাকে মারধর করে নগদ টাকা ও দামী মোবাইল সহ বিভিন্ন মালামাল লুঠ করে নিয়ে গেছে। এ ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত ১০ টায়। এ ঘটনায় আবারো নতুন করে মাতারবাড়ী সড়কে চলছে ডাকাতের আতংক। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত পসকো কোম্পানির ৪ জন কর্মকর্তা বদরখালী বাজার থেকে একটি সিএনজি গাড়ি নিয়ে গত রবিবার রাত ১০ টায় মাতারবাড়ীতে যাচ্ছিল। তাদের বহণকৃত গাড়িটি মাতারবাড়ী সড়কের দারাখাল ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্রই দু’টি মটর সাইকেল নিয়ে ৫ জন অস্ত্রধারী ডাকাত গিয়ে সিএনজির সামনে ব্যারিকেট দিয়ে গাড়িটি থামাতে বাধ্য করেন। এক পর্যায়ে তাদেরকে অস্ত্র ধরে মারধর করার পর নগদ ১ লাখ ২০ হাজার টাকা, দামী মোবাইল সহ বিভিন্ন মালামাল লুঠ করে নিয়ে যায়। এ ঘটনার পর উক্ত সড়কে নতুন করে আবারো চলছে ডাকাতের আতংক।

এ দিকে ঘটনার ব্যাপারে মাতারবাড়ী পুলিশ ফাড়ির আইসি আনিস থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি আমার আওতায় হয়নি।

পাঠকের মতামত: