ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় প্রশাসনের সিদ্ধান্তে সকল বেসরকারী হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষায় ৫০শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৫টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে ডেঙ্গু জ্বরের পরীক্ষায় ৫০ শতাংশ ফি কমানো হয়েছে। উপজেলা প্রশাসনের মিটিংয়ের পর বেসরকারী হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার এসোসিয়েশনের একসভা শুক্রবার বিকাল ৫টায় ‘ল্যাব ইন চকরিয়ায়’ অনুষ্টিত হয়। আকতার আহমদের সভাপতিত্বে জরুরী সভায় সিদ্ধান্ত হয় প্রশাসনের সুপারিশক্রমে ডেঙ্গু জ্বরের পরীক্ষা ফি ৫০শতাংশ ছাড় দেয়া হবে। এসোসিয়েশনের আহবায়ক মা ও শিশু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাইভেট হাসপাতাল ইউনিকের ব্যবস্থাপনা পরিচালক আকতার আহমদ ও জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বলেন, আমরা ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা করতে ১৫শত টাকা করে নিতাম। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় এখন থেকে ৫০শতাংশ ছাড় দিয়ে ৭৫০ টাকা করে নেয়া হবে। ইউনিকে আইসিটি ডেঙ্গু পরীক্ষায় ৫৫০ টাকার স্থলে ২৭৫ টাকা নেয়া হবে। অনুরুপভাবে অন্যান্য হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার গুলোতেও পূর্ব নির্ধারিত ফি এর অর্ধেক আদায় করা হবে।

পাঠকের মতামত: