ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামীলিগে যোগদান

হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি ::

প্রতিমন্ত্রী ও পার্বত্য বান্দরবান ৩০০ আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বাবু বীর বাহাদুর এমপির  হাতে ফুল দিয়ে আনুষ্টানিক বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুছড়ি ইউনিয়ন পরিষদের ৫ বার নির্বাচিত ইউপি সদস্য দোছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মৌলানা নুরুল ইসলাম ও দোছড়ি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও দোছড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু তাহের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে গত ১ সেপ্টেম্বর আনুষ্টানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দোছড়ি ইউনিয়ন বিএনপির দুই সহসভাপতির নেতৃত্বে পার্বত্য বীরের হাতে আনুষ্টানিক যোগদান করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দোছড়ি ইউনিয়ন তথা গোটা নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিএনপির ভোটের হিসাবনিকাশে বড় ধরনের ধাক্কা পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।এটিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সুশৃংখলার কারনে বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।১ সেপ্টেম্বর সকালে পার্বত্য বীরের বান্দরবনস্হ বাসভবনে আওয়ামীলীগে আনুষ্টানিক যোগকালে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করা নেতাকর্মীরা আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে পার্বত্য বীরের বিজয় নিশ্চিত করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।প্রতিউত্তরে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি আওয়ামীলীগে যোগদান কৃত নেতাকর্মীদের ধন্যবাদ জানান। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাঃ ইমরান, দোছড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

পাঠকের মতামত: