ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দুই ত্রিপুরা ‘কিশোরীকে ধর্ষণের’ প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি ::বান্দরবানের লামায় দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ২৮ আগষ্ট সকালে প্রেসক্লাবের সামনে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়।

এছাড়া বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের ও সংগঠনের নেতাকর্মী সমর্থক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন মারমা স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় নেতা অংথুই খ্যয় মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফেরামের নেতা প্রশান্ত ত্রিপুরা, চাক স্টুডেন্ট ফেরামের নেতা থোয়াইক্য জাই চাক, ম্রো সম্প্রদায়ের নেতা রিংগেআং ম্রো প্রমুখ।
বক্তরা অবিলম্বে ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, ২২ আগস্ট বান্দরবানের লামা উপজেলার বনপুর এলাকায় রামগতি পাড়ায় দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের শিকার হয় বলে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: