ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল মহেশখালীতে

সালাম কাকলী, মহেশখালী : চট্টগ্রাম থেকে চুরি করে আনা প্লাটিনা একটি মোটর সাইকেল কিনে নিয়েছে মহেশখালীর শাপলাপুর বাজারের ব্যবসায়ী আবুল হোসেন কোম্পানীর পুত্র আবদুল খালেক সওদাগর।

সূত্র জানায়, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে মুখ বেকী গ্রামের বাসিন্দা আজিমের পুত্র কায়েস নামের এক যুবক দীর্ঘদিন ধরে বদরখালী টু চট্টগ্রাম রোর্ডে সিএনজি চালিয়ে আসছেন। এরই ফাঁকে তার সাথে পরিচয় ঘটে গাড়ি চোর সেন্ডিকেটের সাথে। উক্ত সিএনজি চালক কায়েস গত ২ মাস পূর্বে তার গ্রামের বাসিন্দা আবদুল খালেক সওদাগরের কাছে মাত্র ২৫ হাজার টাকা দিয়ে নতুন একটি প্লাটিনা মোটর সাইকেল বিক্রি করলে এলাকায় পড়ে যায় হৈ-চৈ। সর্বশেষ গত ৫ আগষ্ট এ প্রতিনিধি ব্যবসায়ী আবদুল খালেক থেকে উক্ত গাড়ির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন শো-রুম থেকে গাড়ি ক্রয় করেছি। কিন্তু কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ ব্যাপারে মহেশখালী থানার তদন্ত ওসিকে বিষয়টি অবগত করলে উক্ত গাড়িটি আটক করতে পুলিশ মরিয়া হয়ে উঠে। এ ব্যাপারে শাপলাপুর বাজারে কয়েক জন ব্যবসায়ী জানান, গাড়িটি তাকে ক্রয় না করার জন্য বহুবার অনুরোধ করার পরও লোভে তিনি ক্রয় করে নিয়েছে।

পাঠকের মতামত: