ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে ঝুকিঁপূর্ণ বৈদ্যুতিক তার : দূর্ঘটনায় আশংকা

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::   জেলা সদরের বৃহৎ বানিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারসহ নানা উপবাজার সমুহের যত্রতত্র স্থানে  ঝুঁকিপূর্ণ ভাবে এলোমেলো ছড়িয়ে ছিড়িয়ে থাকা বৈদ্যুতিক তারের কারনে বর্ষা মৌসুমে বৃষ্টি পাতের ফলে যেকোন মুহুর্তে দূর্ঘটনায় আশংকা প্রকাশ করেন সচেতন মহল। অবিলম্বে এলোমেলো তারগুলো দ্রুত সংস্কারের আহবান জানান পবিসের গ্রাহকরা। দেখা যায়,ব্যস্তবহুল ঈদগাঁও বাজারের পশ্চিম গলিস্থসহ ডিসি সড়কের বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক খুটি কিংবা বড় তারের সাথে সংশ্লিষ্ট দোকানদারদের বৈদ্যুতিক লাইনের তার এলোমেলো থাকতে চোখে পড়ে। যার কারনে বর্ষাকালে বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট করে যেকোন মুহুর্তে অগ্নিদূর্ঘটনা ঘটার আশংকা প্রকাশ করেন স্থানীয়রা। তবে সাধারন লোকজনের মতে,পবিস কতৃপর্ক্ষ বাজার এলাকার গ্রাহকদেরকে সর্তকতা সরুপ কোনভাবে বিক্ষিপ্ত তারের বিষয়ে অবগত করনি অদ্যবধি পর্যন্তও। অন্যদিকে বাজার কমিটির সভাপতি সিরাজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাজার এলাকায় নানা স্থানে এলোমেলো ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার দ্রুত সময়ে সংস্কারের দাবী,অন্যথায় যেকোন মুহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ঈদগাঁও পবিসের এজিএমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি আজকের কক্সবাজারের এ প্রতিনিধিকে জানান, ঈদগাঁও বাজার এলাকায় নতুন লাইন টাঙ্গানোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

পাঠকের মতামত: