ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় নির্মানাধীন শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

সারা দেশব্যাপী নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম।গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের খেলাধুলামুখী করতে বর্তমান সরকার সারা দেশে প্রথম ধাপে ১৩১টি উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম করার উদ্যোগ নেয়। চকরিয়াসহ দেশে বিভিন্ন স্থানে শিঘ্রই নির্মিত হচ্ছে ওইসব মিনি ষ্টেডিয়াম।ইতিমধ্যে জায়গা বাছাই ও পরির্দশন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয়  স্থায়ী কমিটি কর্তৃক গঠিত একটি সাব কমিটি।এসব স্টেডিয়াম নির্মান করা হলে দেশের যুব সমাজ মাদকের হাত থেকে রেহাই পাওয়ার সাথে সাথে বের হয়ে আসাবে প্রতিভাবান খেলোয়াড় এমটাই মনে করেছে ক্রীড়াপ্রেমিরা।

এরই আলোকে চকরিয়া উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২নম্বর সাব কমিটির সদস্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, জাতীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয় ও সাব কমিটির অন্যতম সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

২৬জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন সাব কমিটির সদস্যরা।মাঠ পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এম এ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, কক্সবাজার ফুটবল ফেড়ারেশন সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদীসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ক্রিড়াবিদরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: