ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় পাবলিক লাইব্রেরি চালুর দাবিতে ইউএনও কাছে স্বারকলিপি

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা সদরের পাবলিক লাইব্রেরি পুনরায় চালু করার দাবিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্বারকলিপি দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রমৈত্রী ও চকরিয়া উপজেলা নেতৃবৃন্দরা। গতকাল সকাল ১১টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মো. শিবলী নোমানের কাছে এই স্বারকলিপি প্রদান করা হয়েছে।

ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দরা জানায়, কর্তৃপক্ষের তদারকি ও উদাসীনতায় বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে উপজেলার একমাত্র পাঠাগারটি। সংস্কারের অভাবে বৃষ্টির দিনে ছাদ চুইয়ে পানি পড়ে। ভেতরে-বাইরে ময়লা-আবর্জনার স্তুপ। অন্ধকার নামলেই ভবনের পাশে মল-মুত্রত্যাগের জায়গা হয়ে দাঁড়ায়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, জেলা পরিষদের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পাবলিক লাইব্রেরী পুরোদমে কার্যক্রম চালু করা হবে। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকাশ সিকদার, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা আহবায়ক ছোটন মাহমুদ, চকরিয়া উপজেলা ছাত্রমৈত্রীর সভাপতি ইয়াসিন আরাফাত, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রীর যুগ্ম আহবায়ক নুরুল আদনান মোস্তফা, যুব মৈত্রী নেতা শহীদুল ইসলাম, সোহানুর রহমান এহেসান, মিনহাজ উদ্দিন ভুট্রোসহ উপজেলা ছাত্রনেতা ইয়াসিন আরফাত, মোবিন,আব্দুল মোমেন প্রমুখ।

পাঠকের মতামত: