ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজার পৌর নির্বাচন ২৫ জুলাই

শাহেদ মিজান, কক্সবাজার :
আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে বহুল আলোচিত কক্সবাজার পৌরসভার নির্বাচন। রোববার (১০জুন) নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী কক্সবাজার পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুন, মনোনয়ন পত্র বাছাই হবে ২৬ জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই ও ভোট গ্রহণ ২৫ জুলাই।

জানা গেছে, সম্প্রতি নির্বাচন কমিশনা সচিব হেলাল উদ্দীন কক্সবাজার সফরকালে ঘোষণা দিয়েছেন, ঈদের পরেই কক্সবাজার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। কিন্তু তার আগেই তফসিল ঘোষণা হয়ে গেছে। তবে হেলাল উদ্দীনের সম্ভাব্য ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসে। বিশেষ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জোরেসোরে প্রচারণা নেমে পড়ে। গণসংযোগ, মতবিনিময়সহ নানাভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন । পাশাপাশি ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীও প্রচারণায় নিয়ে মাঠে নেমে পড়েন।

সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নামলেও বিএনপি ও জামায়াতসহ অন্য কোনো সম্ভাব্য প্রার্থী মাঠে নামেনি। তবে শোনা যায়, বিএনপি মনোনয়নের তালিকায় রয়েছে জেলা শ্রমিকদলের সভাপতি পৌর কাউন্সিলর রফিকুল, জেলা যুবদলেরর সভাপতি জিসান উদ্দীন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী মনোনয়ন প্রত্যাশী। তবে জামায়াত একক মনোনয়ন প্রত্যাশী বরখাস্ত হওয়া মেয়র সরওয়ার কামাল। পাশাপাশি সাবেক চারবারের পৌর চেয়ারম্যান নূরুল আবছার, গতবারের প্রার্থী আওয়ামী লীগ নেতা রাসেুদল ইসলামও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, ১০ জুন নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। ১১জুন আমরা স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তি প্রচার করবো। নির্বাচনে আমাকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। আমি সেভাবে নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিবো।’

পাঠকের মতামত: