ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল: মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশকে বাঁচাতে হলে সবাইকে এইযুদ্ধে সহযোগিতা করতে হবে

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে যেভাবে অভিযানে নেমেছে আমাদের সকলকে সেই অভিযানে সহোযোগিতা করতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে হলে সব ভেদাভেদ ভুলে মাদকের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হবে। এই অভিযান সফল হলে যুব সমাজ মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পাবে। সরকারে মাদক বিরোধী এই অভিযান সময় উপযোগী পদক্ষেপ। গতকাল বুধবার বিকাল ৪টায় চকরিয়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন।

খালেদ মিথুন আরও বলেন, মাদকের থাবা এখন আর শহরেই কেবল সীমাবদ্ধ নেই, মাদক এখন চলে গেছে গ্রামের প্রতিটি জায়গায়। বিষয়টি কোনোভাবেই আর অবহেলার নয়। আর এ জন্যই মাদকের বিরুদ্ধে সরকারের এই সাঁড়াশি অভিযান। তিনি বলেন, বন্দুকযুদ্ধ দিয়েই কেবল মাদক নির্মূল করা যাবে না, এর জন্য প্রয়োজন সমাজের সকল অংশের মানুষের প্রতিরোধ। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ও চকরিয়া কলেহের অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি রুস্তম গণি মাহমুদ, মনির আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জন্নাতুল বকেয়া রেখা, চকরিয়া পৌরসভা যুবলীগের সাবেক আহবায়ক মাহাববুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাব সদস্য ও বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম নাছির উদ্দিন, দৈনিক রূপসীগ্রামের প্রতিনিধি বাপ্পি শাহরিয়ার, শাহাদাত আলী জিন্নাহ, জেপুলিয়ন দত্ত, গিয়াস উদ্দিন, রিদুয়ানুল হক, মো. জুনাইদ উদ্দিন, নিজাম উদ্দিন, জিয়াউল হক জিয়া, মোস্তফা কামাল, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজুতারা বেগম, আব্দুল হামিদসহ অসংখ্য নেতৃবুন্দ উপস্থিত ছিলেন। ##

পাঠকের মতামত: