ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আমের মুকুলে মৌ মৌ করছে সর্বত্র

ৃৃৃৃমুকুলে মুকুলে ভরে গেছে আম্রকানন। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল মুকুল আর মুকুল। দীর্ঘ কয়েক বছর ধরে যে গাছটিতে মুকুলের দেখা মিলেনি এমন গাছের মরা ডালেও এবার মুকুল এসেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামের বাংলাটি এমন বসন্তে যেন মৌ মৌ করছে আমের মুকুলে। সেই মুকুলের গন্ধে ছুটছে ভ্রমরের দল। কক্সবাজার শহর আর গ্রামের যে দিকেই দৃষ্টি যায় কেবল দেখা মিলছে আমের মুকুলের। এমন মুকুল নিয়ে এখন টালমাটাল আলাপও হচ্ছে সর্বত্র।
বলা হচ্ছে-ভাগ্যবতীর বাংলা এবার মুকুলে মুকুলে টইটুম্বুর। আবার সতর্ক সংকেতও দিচ্ছে বয়োবৃদ্ধরা-এমন খুশিরইবা কি আছে-যেবার বেশী মুকুল আসে সেবার প্রাকৃতিক দুর্যোগও আসে ধবংসাত্বক শক্তি নিয়ে। তাই দেখা যাক এবারের আ¤্র মুকুলে ভাগ্য আসে নাকি দুর্যোগ আসে। গত মঙ্গলবার বিকালে উখিয়ার পশ্চিম হলদিয়া পালং গ্রামের বাসিন্দা প্রবীণ রাজনীতিক ও আইনজীবী এডভোকেট একে আহমদ হোছাইনের গ্রামের বাড়ীর মুকুল ভরা একটি আম গাছ। ছবিটি ধারণ করেছেন বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ ।

পাঠকের মতামত: