ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঈদগাঁওর ফুটপাতের নোংরা পরিবেশে ইফতার সামগ্রী বিক্রয়ের হিড়িক

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

আহলান সাহেলান মাহে রমজানের শুরুতেই জমে উঠেছে কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারসহ আশপাশ এলাকার ফুটপাতে নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরী ও যত্রতত্র স্থানে বিক্রয়ের হিড়িক। এসব নানা মৌসুমী হোটেলে ইফতারের মহা আয়োজন। ১৮ মে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস। হরেক রকমের ইফতার সংগ্রহে জেলা সদরের ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে রাস্তার পাশে ঝুপড়ি  ইফতারের দোকানগুলোতে ক্রেতা সমাগম লক্ষনীয়। এই ইফতার নোংরা পরিবেশে তৈরী ও বিক্রয়ের হিড়িক পড়েছে বিভিন্ন স্থানে।
ক্রেত সাধারনের চাহিদার কথা বিবেচনায় রেখে ঈদগাঁও বাজার ও বাসষ্টেশনে ফুটপাতের পাশাপাশি হোটেল রেস্তোঁরায় বিভিন্ন প্রকার ইফতার দিয়ে সাজানো হয়েছে নবসাজে। তবে ইফতারীর দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ক্রেতারা। এদিকে বাজার এলাকা ঘুরে দেখা যায়, বিগত বছরের চেয়ে এই বছর একটু কমদামে বিকিকিনি হচ্ছে ইফতার সামগ্রী। উন্নত পরিবেশে ঈদগাঁও বাসষ্টেশনে মধুবন, মিষ্টিবন, ফুলকলি, ক্যান্ডি এবং বাজারে হোটেল নিউষ্টার,পূর্বানীতে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপী,মরিচ্চাসহ ইফতার সামগ্রী বিগত বছরের চেয়ে কমদামে বিক্রি হচ্ছে। আবার রমজান উপলক্ষে ঈদগাঁওর সড়ক উপসড়ক জুড়েই  রাস্তার পাশে ফুটপাতের ইফতারির দোকানগুলোতে ক্রেতাদের সংখ্যাও কিন্তু কম নয়। এসব ব্যবসায়ীরা নোংরা পরিবেশে খোলা আকাশের নিচে ইফতার তৈরী পূর্বক বিক্রি করে চলছে হরদম। মৌসুমী এসব দোকানে চনা এক পোয়া ৩০/৩৫  টাকা, জিলাপী ২৫/৩০ টাকা, বেগুনি ও পেঁয়াজো এক পোয়া ৩০ টাকা হারে বিক্রি করছে বিক্রেতারা। তবে রোজাদারদের মতে, যত্রতত্র স্থানজুড়েই ফুটপাতে নোংরা পরিবেশে খোলা আকাশের নিচে ইফতার বিক্রি বন্ধের দাবী।

পাঠকের মতামত: