ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম শুরু শ্রীমঙ্গলে

প্রথমবারই পাঁচ লাখ কেজি চা নিলামে উত্তোলন করেছে সাতটি ব্রোকারেজ হাউস

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার ::

চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে শুরু হলো চা নিলাম কার্যক্রম। গতকাল সোমবার দুপুর ২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তর থেকে নিলাম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে স্থাপিত দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দে চা নিলাম উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আর মুস্তাহিদুর রহমান, টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) আহ্বায়ক ড. এ কে আবদুল মোমেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ প্রমুখ। টিপিটিএবির উদ্যোগে নিলাম কার্যক্রম চলে।

সিলেটের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ডিসেম্বর সিলেটের একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। এরপর গত বছরের ৮ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন। এর পর আরো কয়েক দফা সভা-সমাবেশ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে গতকাল সোমবার থেকে শুরু হয় এ নিলাম কেন্দ্র থেকে চা বিক্রি। প্রথম নিলামেই পাঁচ লাখ কেজি চা নিলামে উত্তোলন করেছে সাতটি ব্রোকারেজ হাউস। আগামী ২৬ জুন ও ১৭ জুলাই এই নিলাম কেন্দ্রে আরো দুটি নিলাম অনুষ্ঠিত হবে। পরবর্তী সময় প্রতি মাসে এই নিলাম কেন্দ্রে দুটি ও চট্টগ্রামের নিলাম কেন্দ্রে দুটি করে নিলাম হবে। উল্লেখ্য, এতদিন শুধু চট্টগ্রামে অবস্থিত চা নিলাম কেন্দ্রে প্রতি সপ্তায় একটি করে চা নিলাম হতো।

পাঠকের মতামত: