ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পর্দা উঠলো রাখাইন ক্রিকেট লীগের, স্বাগতিক হ্যাংগিং গার্ডেনের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক ::

অবশেষে পর্দা উঠলো শহরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠন রাজধানী ফ্রেন্ডস সার্কেল আয়োজিত “জিয়া গেষ্ট ইন, নাভানা গ্যাস ও ডিভাইন পার্ক কমিউনিটি সেন্টার” রাখাইন ক্রিকেট লীগ-২০১৮ এর। ৮মে মঙ্গলবার সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ক্রিড়াবিদ আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার নিজাম উদ্দিন জিতু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ, সদস্য প্রভাষক জসিম উদ্দিন ও কক্সবাজার সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ার তারেক আহমদ সজল। ক্রিকেট লীগ বাস্তবায়ন কমিটির যুগ্ন সচিব জ জ ইয়ুদির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রিকেট লীগ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম.এ আজিজ রাসেল, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক, মিছিল এর সভাপতি সাখাওয়াত হোসেন তূর্য, ওয়েট এন্ড সি এর প্রতিনিধি জসিম উদ্দিন সিদ্দিকী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ক্য ওয়ান। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ ও মনকে রাখে চাঙ্গা। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান খেলাধুলার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক হ্যাংগিং গার্ডেন বনাম কক্সবাজার আইডিয়াল ক্লাব। এতে ৫৩ রানে জয় পায় স্বাগতিকরা। ট্রসে জিতে নির্ধারিত ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান করে হ্যাংগিং গার্ডেন। দলের পক্ষে সানজু ৪৬, আবুরী ১৭, উক্য থেন ১৫, জনি ১৩ ও ওয়ান শে ৯ রান করে। আইডিয়াল ক্লাবের পক্ষে বাবু ৩টি, হ্লা মং ৩টি ও আউ ১টি উইকেট লাভ করে। ১৩৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৩ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় আইডিয়াল ক্লাব। দলে পক্ষে হ্লা মং ১৭, ক্য চিনলা ১৮, উক্যেই ১০ ও আউ ৫ রান করে। হ্যাংগিং গার্ডেনের মংছে হ্লা চাকমা ৩টি, আবুরী ২টি, উক্য থেন ২টি উইকেট লুপে নেয়। ম্যান অব দ্যা ম্যাচ হয় সানজু।

পাঠকের মতামত: