ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় হয়রত শাহ ওমর (র:) মাজারে মেহমান খানা নির্মাণকাজের উদ্বোধন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নস্থ হয়রত শাহ ওমর (র:) মাজারে ব্যক্তিগত অনুদানে মেহমান খানার নির্মাণকাজের উদ্বোধন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। গতকাল শুক্রবার (৪ মে) বাদে জুমা মাজার প্রাঙ্গনে উপস্থিত হয়ে প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি মাজারের মেহমান খানার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মাজারের খাদেম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা মনোয়ার আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ব্যবসায়ী নাছির উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন, অর্থসম্পাদক আজিজুল হক, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, এমপির সহকারি মোহাম্মদ নাজিম উদ্দিন, জাতীয় পাটির নেতা ছাদেক। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, এলাকাবাসি ও সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেছেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য সর্বপ্রথম উত্তম কাজ হচ্ছে মানবসেবা। পাশাপাশি নৈকট্য অর্জন করতে হলে মসজিদ-মাদরাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে আকড়ে ধরতে হবে। উন্নয়নে সাধ্যমতো সহযোগিতা করতে হবে। কারণ ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরে নিহিত আছে আল্লাহ পার্কের নৈকট্য লাভের অন্যতম সহজ মাধ্যম। তিনি বলেন, বিগত সময়ে আমি চকরিয়া-পেকুয়া উপজেলার জনগনের কল্যানে কাজ করেছি। আগামীতেও জনকল্যানে মানবসেবার জন্য কাজ করে যেতে চাই। পাশাপাশি অতীতের মতো আগামীতেও মসজিদ-মাদরাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চাই। বিগত সময়ে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সাধ্য মতো সহযোগিতা দিয়েছি। এরই অংশ হিসেবে আজ হয়রত শাহ ওমর (র:) মাজারে মেহমান খানার নির্মাণ কাজের সুচনা করলাম।

পাঠকের মতামত: