ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

বাংলাদেশ পুলিশ কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো:মিজানুর রহমানের এক বিদায় সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।সোমবার(২এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া থানার কমিউনিটি পুলিশিং হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়।উক্ত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল)কাজী মতিউল ইসলাম।এতে উপস্থিত ছিলেন চকরিয়া থানার বিদায়ী পুলিশ পরিদর্শক(তদন্ত)মো:মিজানুর রহমান,নবাগত পুলিশ পরিদর্শক(তদন্ত) ইয়াছিন আরাফাত, বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জায়েদ নুর,চকরিয়া থানার আপারেশন অফিসার তানভির আহমদ, সাংবাদিক নেতৃবৃন্দসহ থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম তার বক্তব্য বলেন,পুলিশের প্রথম কাজ হচ্ছে মানুষের সেবা করা এবং তাদের জানমাল রক্ষা করা।পুলিশ হচ্ছে মূলত: জনগণের সেবক।মেধা, আন্তরিকতা ও কৌশল দিয়ে নিজ যোগ্যতায় যার যার অবস্থান থেকে কাজ করলে একদিন সফলতা আসবেই।কাজের পেছনে থাকলে, কাজকে সঠিক ভাবে যথাপোযুক্ত মূল্যায়ন করে সাধারণ মানুষের মাঝে পুলিশের সেবা পৌছে দিতে হবে।পুলিশে কাছে সেবা নিতে এসে যাতে কোন ধরণের নিরীহ ব্যাক্তি হয়রানীর শিকার হতে না হয় সে দিকে সবার নজর রাখতে হবে।বাংলাদেশ পুলিশ বিভাগের যে ঐতিহ্য ও সুনাম রয়েছে তা অক্ষুন্ন রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত: