ঢাকা,শনিবার, ৪ মে ২০২৪

চকরিয়ায় মনোমুখদ্ধকর ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শনী মধ্যদিয়ে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

এম.মনছুর আলম, চকরিয়া:   প্রতিবারের ন্যায় এ বছরও কক্সবাজারের চকরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।স্বাধীনতা দিবসটি নিয়ে এবারের আয়োজনে ছিল অন্যান্য বছরের চেয়ে অনেকটা ভিন্ন রকমের।২৬মার্চ(সোমবার) ভোরে সূর্য উঠার সাথে সাথে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। উপজেলার পুরাতন বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে কাক ডাকা কুয়াশা ভেজা ভোরে ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত জাতির শ্রেষ্ট সন্তান বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে প্রথমে পুস্পমাল্য অর্পণ করে  শ্রদ্ধাঞ্জলী জানান উপজেলা প্রশাসন।এরপরেই চকরিয়া থানা,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,চকরিয়া প্রেস ক্লাব, উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি,বিভিন্ন স্কুল,কলেজ মাদ্রাসা পুষ্পস্তবক অর্পণ করেন।ওইদিন সোমবার সকাল ৮টায় কুচকাওয়াজ দিবসের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে।শান্তির পায়রা উডিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পৌর কমিউনিটি সেন্টার মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এতে স্বাধীনতা দিবসের প্যারেড মাঠে মনোমুখদ্ধকর ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্টান অনুষ্টিত হয়।কুচকাওয়াজে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের অভিবাদন ও সালাম গ্রহণ করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এম.এ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী। পরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শারীরিক কসরতের মাধ্যমে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন। এতে অংশগ্রহণ করেন চকরিয়া থানা পুলিশ দল,আনসার বাহিনী ও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০টি প্যারেড দল। অনুষ্টান শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্টানের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মো:ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:মোহাম্মদ শাহবাজ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.ফেরদৌসী আকতার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের অাহসান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো:সেলিম উল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ উপস্থিত ছিলেন।প্যারেড ও কুচকাওয়াজেরর পুরো অনুষ্টানটি সঞ্চলনায় দায়িত্ব পালন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো:আনোয়ারুল কাদের।  উল্লেখ্য যে,স্বাধীনতা দিবসের প্যারেড মাঠে মনোমুগ্ধকর নৈপুণ্য দেখিয়ে ডিসপ্লে প্রদর্শনীতে শ্রেষ্ট হয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবং কুচকাওয়াজ প্রদর্শনীতে শ্রেষ্ট  হয়েছেন চকরিয়া প্রো ক্যাডেট স্কুল।

###############

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চকরিয়া প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলী 
চকরিয়া প্রতিনিধিঃ 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন। প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সনাক চকরিয়ার সদস্য মোঃ জিয়া উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলহাজ হায়দার আলী, প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল আলম সাগর, ক্রীড়া সম্পাদক জামাল হোসাইন, নির্বাহী সদস্য এম মনছুর আলম, অলি উল্লাহ রনি, শাহজালাল শাহেদ, স্বাধীন মঞ্চের সমন্বয়ক ও কালের কন্ঠ শুভ সংঘের সম্পাদক আবুল মসরুর আহমেদ ও পিস ফাইন্ডারের প্রতিষ্টাতা আদনান রামীমসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

পাঠকের মতামত: