ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজার কলেজের জমিতে ছাত্রলীগের সড়ক নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::

কক্সবাজার সরকারি কলেজের জমিতে রাতের আঁধারে মাটি ভরাট করে সড়ক নির্মাণ করা হচ্ছে। জনৈক এফাজ উল্লাহ এ কাজ করছেন বলে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।

কিন্তু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গতকাল ঘটনাস্থলে দেখতে পেয়েছেন ওই সড়ক নির্মাণকাজ করছেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাই।

কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে বলেন, ‘কক্সবাজার সদরের ঝিলংজা মৌজার বিএস-২৩৫১৩ দাগের জমি জবর দখল করে কক্সবাজারের ওয়ালটন কম্পানির এজেন্ট এফাজ উল্লাহ রাতের আঁধারে সন্ত্রাসী নিয়ে ২০টির মতো ডাম্পার দিয়ে মাটি ভরাট করছেন।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খোন্দকার অধ্যক্ষের অভিযোগ পেয়ে পুলিশ পাঠান ঘটনাস্থলে। ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের কাজে নিয়োজিত লোকদের হাতেনাতে পেয়ে যায়। বাস্তবে মাটি ভরাটের কাজে এফাজ নয়, জড়িত রয়েছেন ওই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা।’

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিম উদ্দীন বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পেয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরাই সেখানে সড়ক নির্মাণ করছেন। যত দূর জেনেছি এমপির একটি প্রকল্প নিয়েই এটি নির্মাণ করা হচ্ছে।’

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘এমপি সাইমুম সরওয়ার কমলের কাছে একটি সড়কের দাবি ছিল। তাই তিনি ১০ লাখ টাকার একটি প্রকল্প দিয়েছেন। সেই প্রকল্প আমরা বাস্তবায়ন করছি। আমরা দিনরাত কাজ করছি সেখানে। বিষয়টি কলেজ অধ্যক্ষও জানেন।’

তবে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন জানান, তিনি এ প্রকল্প নিয়ে কিছুই জানেন না। কলেজের অধ্যক্ষও বিষয়টি জানেন না বলে চকরিয়া নিউজকে জানান।

পাঠকের মতামত: