ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

এবার মাটির নিচ থেকে বের হল ২৫ কোটি টাকার ইয়াবা

টেকনাফ প্রতিনিধি ::

টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন থেকে আড়াই বস্তা ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বস্তাগুলোর ভেতরে প্রায় পাঁচ লাখ পিস ইয়াবা ছিল, যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শনিবার সকালে কোস্টগার্ড টেকনাফ ও সেন্ট মার্টিন স্টেশনের টহলদল যৌথ অভিযান চালিয়ে পশ্চিমপাড়ার ঝাউবাগানের মাটির নিচ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. ফয়জুল ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শনিবার সকালে কোস্টগার্ড অভিযান চালিয়ে পশ্চিমপাড়ার ঝাউবাগানের মাটি খুঁড়ে ওই ইয়াবা ভর্তি বস্তাগুলো পাওয়া যায়।
তিনি আরও জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত: