ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

খালেদা জিয়াকে সাজা দিয়ে সরকার খাদের কিনারে -কক্সবাজারে কাজল

প্রেস বিজ্ঞপ্তি :

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথির মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজার প্রতিবাদ করতে ঢাকায় বিএনপি কালো পতাকা প্রদর্শনে বিনা উস্কানিতে পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে এবং খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল সোমবার বিকালে জেলা বিএনপির বিএনপির উদ্যোগে দলের জেলা কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, ‘মিথ্যা, সাজানো, বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বর্তমান সরকার খাদের কিনারে চলে গেছে। তাঁকে প্রতিহিংসামুলক সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। কিন্তু দেশের মানুষ এটা মেনে নেয়নি। সবাই সরকারের এই জঘন্য আচরণে নিন্দা জানিয়েছেন। এমনকি জামিনে বাধা দিয়ে সরকার নিজের পাতানো ফাঁদে নিজেই আটকে গেছে।’

তিনি বেগম জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করে আরো বলেন, ‘দুই কোটি টাকার জন্য মিথ্যা মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির জন্য কত বছর জেল হবে? শেয়ারবাজার, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের সাজা কত বছর হবে? সময় একদিন আসবে। এইসব পুকুর চুরির জন্য আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। খালেদা জিয়া সরকারের সব সরকারের সব অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। তাই সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।’

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহামদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হামিদ উদ্দীন ইউচুপ গুন্নু, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহামদ উজ্জল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন জিকু, জেলা বিএনপির সহ-দপ্তর এড. হাসান ছিদ্দিকী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ এড. মো. ইউনুছ, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দীন, যোগাযোগ বিষয়ক সম্পাদক দোলন ধর, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান নয়ন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন।`

পাঠকের মতামত: