ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় মাদক সেবনের অপরাধে ৩জনকে আদালতের বিনাশ্রম জেল

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় মাদক সেবনের অপরাধে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা ভ্রাম্যমান আদালত। গতকাল সকালে থানা পুলিশের একটিদল উপজেলার সাহারবিল থেকে মাদক সেবনকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেন। পরে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হলে অপরাধ স্বীকার সাপেক্ষে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান গ্রেফতারকৃত তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সাহারবিল ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের ফরুক আহমদের ছেলে মহিউদ্দিন (২৭), মৌলভী আবুল হাশেমের ছেলে মোহাম্মদ খিজির (৩৫) ও মহল্লাকুম এলাকার আবদুস ছালামের ছেলে কোরবান আলী (৩২)।

চকরিয়া থানার ডিউটি অফিসার এএসআই জুয়েল রায় বলেন, গতকাল সোমবার সকালে থানার এসআই অপু বড়–য়াসহ সঙ্গিয় পুলিশদল উপজেলার সাহারবিল ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক সেবনকালে ওই তিনজনকে গ্রেফতার করেন। পরে তাদেরকে দুপুরে উপজেলা ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়।

চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতরা আদালতের কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছে। ফলে অপরাধ স্বীকার সাপেক্ষে আদালতের ম্যাজিষ্ট্রেট তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। গতকাল বিকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। #

পাঠকের মতামত: