ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মাতামুহুরীতে কোটি টাকা অর্থায়নে পাঁকাসেতু নির্মাণ কাজের উদ্বোধন

এম.জিয়াবুল হক,চকরিয়া ::   চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলা প্রশাসন ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের বরাদ্দে প্রায় এক কোটি টাকা অর্থায়নে মাতামুহুরী নদীর খিলছাদক পয়েন্টে নির্মিত হচ্ছে ১১০ মিটার আয়তনের আধুনিকমানের একটি স্থায়ী পাঁকা সেতু। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম সেতুর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

জানা গেছে, ভৌগলিক কারনে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নটি মাতামুহুরী নদীর দুইতীরে অবস্থিত। ফলে নদীর ওপারের পশ্চিমশাংশের খিলছাদক এলাকার অন্তত আটটি গ্রামের সাত হাজার মানুষ স্বাধীনতার পর প্রায় ৪৬বছর ধরে যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় অর্থনৈতিক স্বনির্ভরতা, শিক্ষা,ধীক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ সবক্ষেত্রে পিছিয়ে ছিল।

২০১৬ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মক্কী ইকবাল ইউনিয়নের জনগনের দুর্ভোগের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন অবহিত করেন। সরেজমিনে এলাকা পরির্দশন করে মাতামুহুরী নদীর খিলছাদক পয়েন্টে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের আশ^াস দেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

গতকাল এক কোটি টাকা বরাদ্দে নদীর খিলছাদক পয়েন্টে সেতুর নির্মাণ কাজ উদ্বোধনের মাধ্যমে আশ^াসের ষোলআনা পুরণ করতে শুরু করেছেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া এলজিইডির প্রকৌশলী রনী সাহা, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম বাঙ্গালী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা পারভীন, প্যানেল চেয়ারম্যান রুপন দাশ। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের হাজারো নারী-পুরুষ, নানা শ্রেণী-পেশার প্রতিনিধি, সমাজের সর্দার, সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার প্রধান দেশের উন্নয়ন অগ্রগতি বাস্তবায়নের ক্ষেত্রে অবিচল। দেশরত্ম শেখ হাসিনা কথা দিলে সেইকথা অক্ষরে অক্ষরে পালন করেন। তাঁর প্রমাণ পদ্ম সেতু। দেশের টাকায় বর্তমানে পদ্মার বুকে টেকসই সেতু নির্মাণ করা হচ্ছে। যা আজ দৃশ্যমান। কিছুদিন আগেও পদ্মাসেতু নিয়ে বিএনপি জোট অপরাজনীতি করতে চেয়েছে। কিন্তু তাঁরা সফল হতে পারেনি। কারণ জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতিকে প্রশয় দেয়না। সেই কারনে সমালোচকদের মুখে কালি দিয়ে দেশের অগ্রগতি উন্নয়ন করে যাচ্ছে সরকার প্রধান শেখ হাসিনা।

উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অগ্রগতি ও জনগনের কল্যানে কাজ করতে বদ্ধপরিকর। সরকার প্রধানের সেই ধারার আলোকে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদকে উন্নয়নে ঢেলে সাজাতে কাজ চলছে। ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে দুই উপজেলায় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতেও চলমান থাকবে উন্নয়নের মহাযঞ্জ। তিনি বলেন, কথা দিয়েছিলাম, কৈয়ারবিলবাসিকে একটি সেতু উপহার দিয়ে তাদেরকে দুর্ভোগমুক্ত করবো। কথামতো আজ সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আশাকরি আগামী দুইবছরের মধ্যে মাতামুহুরী নদীর বুকে জেগে উঠবে বাস্তব সেতুর দৃশ্য। সেইভাবে কাজ এগিয়ে নিতে সব ধরণের সহায়তা দেব।

তিনি আরও বলেন, চকরিয়া-পেকুয়া জনপদে আওয়ামীলীগে নেতার অভাব নেই। তবে জনগনের কল্যানে কাজ করার মানসিকতা আছে সেই ধরণের নেতার অভাব। আমাদেরকে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগনের সাথে জনতার কাতারে থাকতে হবে। তা হলে আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়ার আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে আমরা সক্ষম হবো। #

পাঠকের মতামত: